এবার কুমিল্লা টিমে হয়ে মাঠে নামবে রাব্বি, ফারহান,সাকিব, সাব্বির। এক ঝাঁক তারকার মঞ্চ।
২ বছরের চুক্তিতে কুমিল্লা টিমে হয়ে খেলবে তারা।
তার জন্য ছেড়ে দিয়েছে ইমাম-উল হক ও আর.কে সাব্বির, ফাহিম চৌধুরী।
এক সময়ের কুমিল্লা সেরা অলরাউন্ডার মোঃ আবদুল আহাদ কে একেবারেই ফেলে দিবে না। চুক্তি এবং ফিটনেস ঠিক থাকলে আবারো দেখা যাবে তাকে।
সংক্ষিপ্ত স্কোয়াডে যারা আছে [ ফাইসু, জাহিদ হাসান (চাঁদপুর), আবু বকর, নাহিম,আবির ]