ভোট বিক্রি করে কোটিপতি মামুন

দুলন ধর,রামুঃ

কক্সবাজার পৌরসভার ৫ নং ওয়ার্ডের মোঃমামুন প্রকাশ জাওয়াদ মাহি মামুন ওরফে মেডা মামুন, বিভিন্ন ইউনিয়নে ভোট বিক্রির মাধ্যমে হাতিয়ে নিয়েছেন প্রায় ৯৬ লক্ষ টাকা।

গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মামুন কক্সবাজার সদর উপজেলা, উখিয়া, টেকনাফ সহ বিভিন্ন এলাকার নারীদের সাথে আতাত করে বিভিন্ন প্রতীকে ভোট দেওয়ার নাম করে টাকা হাতিয়ে নেওয়া শুরু করে।
এই কাজে তাকে সহায়তা করে উখিয়ার স্বপ্না, টেকনাফের জুলেখা, রামুর রহিমা সহ একটি ভয়াবহ নারী সংঘটন।

যে নারীদের খপ্পরে পড়ে বহু প্রবাসী সহ ধনী ব্যক্তিরা হারিয়েছে তাদের স্বর্বস্ব। মামুন এই গ্রুপের অন্যতম সক্রিয় সদস্য হিসেবে নারীদের বিভিন্ন সুযোগ সুবিধা তৈরী করে দেয়,এবারো নির্বাচনকে কেন্দ্র করে মামুনের নারীগ্রুপটি সক্রিয় হয়ে হাতিয়ে নেয় প্রায় কোটি টাকার কাছাকাছি।
মামুনের নামে আরো অভিযোগ রয়েছে পর্যটন কেন্দ্র করে ঘিরে রোহিঙ্গা নারী কেন্দ্রিক বিভিন্ন অপকর্মের।

এই বিষয়ে মামুনের সাথে যোগাযোগ করা হলে, সে জানায় তার এই ধরনের কোন গ্রুপ নেই তবে বিভিন্ন শ্রেনীর মেয়েদের সাথে সু-সম্পর্ক রয়েছে। যা একটি মহল ভিন্নখাতে প্রবাহিত করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *