স্টাফ রিপোর্টার,
নিজস্ব প্রতিবেদক।
পিরোজপুরে পথের কাঁটা দূর করতে মানবিক দাদার সহায়তায় মানবিক বৌদি তার স্বামীকে খুন করে লাশ বালুচাপা দিয়ে রাখে। ভারতীয় টিভি সিরিয়াল ‘ক্রাইম পেট্রোল’ দেখে তারা এ হত্যার পরিকল্পনা করেন বলে জানা যায়। এ ঘটনায় ওই মানবিক বৌদি ও মানবিক দাদাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ক্লুলেস খুনের এ ঘটনায় নিহতের অর্ধগলিত লাশ উদ্ধারের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উন্মোচন করেছে পিরোজপুর সদর থানা পুলিশ (অফিসার ইনচার্জ)। আজ শনিবার পিরোজপুর থানার সাব ইন্সপেক্টর মোঃ জুকার হাসান এ তথ্য জানিয়েছেন।
খোঁজ নিয়ে জানা গেছে যে, ফেসবুকে একটি গ্রুপের মাধ্যমে তাদের মধ্যে সখ্যতা গড়ে উঠে। সামাজিক সেবার দোহাই দিয়ে গড়ে ওঠা গ্রুপটতে চলে নানা ধরণের অপ্রীতিকর ঘটনা। গভীর রাত পর্যন্ত চলে আড্ডা এবং সেখানে ১৮+ বিভিন্ন বিষয়াদি নিয়ে কথপোকথন চলে।
আরও জানা যায় যে, উক্ত গ্রুপটি মানবিক দাদা এবং মানবিক বৌদির হাত ধরেই গড়ে উঠেছে এবং এই অপ্রীতিকর ঘটনাগুলো তাদের ছত্রছায়ায়ই হয়ে থাকে।