ঢাকার হাজারিবাগ থেকে গতকাল রাত ১২ টা বাজে ৩০ মিনিটে শিকদার মেডিকেল এর সামনে থেকে মদ, গাঁজা ও বৈদেশিক নেশাদ্রব্য সহ আটক হলেন গোলাম নুর তাকি।
গোপন সূত্রে জানা গিয়েছে তার বন্ধু মায়াজ আহমেদ বিন রউফ তাহাত চওড়া মূল্যে মানুষকে ধোঁকা বানিয়ে বৈদেশিক
নেশাদ্রব্য দেশীয় নাম দিয়ে বিক্রি করে লাখ টাকার বিনিময়ে উচ্চশিক্ষার জন্য বিদেশ পাড়ি দিচ্ছেন।এখন পর্যন্ত পলাতক মায়াজ এবং তার অন্যান্য সহ-কর্মী। এ বিষয়ে বিস্তারিতঃ জানতে চোখ রাখুন channel34news.com এ…