রাজধানীতে মাদক হাতে গ্রেপ্তার শিক্ষার্থী। (ছবি)

ঢাকার ডেমরা হাজিনগর এলাকা থেকে গতকাল রাত ১২ টা বাজে ৩০ মিনিটে স্কুল পড়ুয়া শিক্ষার্থী লুবাব আল ওয়াদি ওরফে (লুবু) নেশাদ্রব্য সহ আটক হলেন আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে। গত এক বছর ধরে হাজিনগর এলাকায় চরম মূল্যে শিক্ষার্থীদের কাছে দেশিয় মাদকদ্রব্য বৈদেশিক নামে বিক্রি করে ব্যাপকহারে অর্থ উপার্জন করেন শিক্ষার্থীটি। গোপন সুত্রে জানা যায় তার সহপাঠিদের দেখে প্রভাবিত হয়ে এই পেশায় জড়িত হয়ে পড়েন তিনি। তবে এই বিষয়ে হাজিনগর এলাকাবাসি কোনো অভিযোগ করেননি কারণ লুবু ও তার বন্ধুগণ শিশু গেং এর সাথে সরাসরি জড়িত। বিস্তারিত জানতে চোখ রাখুন channel33news.com এ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *