কোচবিহার শহরের যুবক যুবরাজ লস্কর, পিতার নাম শ্রী বিপ্লব লস্কর। গতকাল বাড়ি থেকে বেরিয়ে আর ফেরার নাম নেই। বাড়ির লোকজন লোকাল কতোয়ালি থানায় মিসিং ডায়ারি করেছে বলেও জানা যায়। আজ হঠাৎ খবর আসে ছেলে স্যান্ডি সাহার সাথে কলকাতার নামি দামী হোটেল এ অ্যাশ করছে। এই শুনে বাবা মা খুব শোকাহত বলে জানা গেছে।