কক্সবাজারে জিম্মি করে পর্যটনকে ধর্ষণের ঘটনার রেশ না কাটতেই এবার সামনে এলো হোটেল সী ক্রাউনে দুই দিন ধরে আটকে রেখে হোটেলের বুয়াকে ধর্ষণের লোমহর্ষক কাহিনি। এই ঘটনায় থানায় মামলা হলেও পুলিশ কাউকে আটক করতে পারেনি।
জানা গেছে, কলাতলীর সী ক্রাউন হোটেলে দুই দিন ধরে আটকে রেখে হোটেলের বুয়াকে ধর্ষণ করা হয়। মামলা করার ৫ ঘন্টা পার হলেও ধরা পড়েনি অভিযুক্তরা। গত ২৫ থেকে ২৬ জানুয়ারি পর্যটন এলাকা কলাতলীর ওই হোটেলে আটকে রেখে ওই বুয়াকে ধর্ষণ করা হয়। এ ঘটনার পর ২৬ জানুয়ারি রাতে একটি সিএনজিতে করে ভুক্তভোগী বুয়াকে তার বাড়িতে পৌঁছে দেয়া হয়।
ধর্ষণের অভিযোগে মামলা: কক্সবাজার সদর হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসা নেওয়ার পর ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে কক্সবাজার সদর থানায় পাঁচজনের নাম উল্লেখ করে মামলা করেন। আসামীরা সকলেই ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার বাসিন্দা এবং সকলেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র।
কক্সবাজার থানার ওসি জানান, আসামীদের অবিলম্বে গ্রেফতার করা হবে এবং আইনের আওতায় আনা হবে।