খিলগাঁতে চৌরাস্তায় দিনে দুপুরের ডাকাতি, তাতক্ষনিক সিসি ক্যামেরায় সনাক্ত।

এইদিকে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বরাত দিয়ে জানা গেছে, গত ৭ জানুয়ারী চৌরাস্তার একটি বাড়িতে ডাকাতি হয়! নগদ ৩ লক্ষ এবং গয়না নিয়ে ৫ সদস্যর এক দল বাসায় ডাকাতি করে।
এ সময় খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাত দিয়ে জানানো গেছে থানায় ৭০৭ ধারায় ডাকাতি মামলার কাগজ র‍্যাব -৩ এর কার্যালয়ে হস্তানতর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *