সহজ সাধারন গল্পগুলো থেকে কখনো কখনো হুট করেই গড়ে উঠে একেকটি মহাকাব্য। আজকের গল্পটিও হচ্ছে জীবনের সাধারন পথচলা থেকে শুরু করে জীবনের অন্য এক মাত্রায় পৌছে যাবার গল্প।গল্পের শুরু হয়তো অনেক আগে অন্য সবার অজান্তে।জীবন এভাবে সবকিছু মিলিয়ে দিবে এই ধারনা হয়তো কেউই করেনি।স্বাভাবিক পথচলার মধ্য দিয়েই গড়ে উঠে কিছু সুখময় স্মৃতি। তারপর হারিয়ে ফেলা এবং পুনরায় ফিরে পাওয়া।ভালোবাসার অতিপ্রিয় কোনকিছু হারিয়ে আবার ফিরে পাবার যে তীব্র উচ্ছ্বাস সেটার শাক্ষী ই বা হবার সৌভাগ্য কতজনের ভাগ্যে জোটে।
তারপর দেখতে দেখতে একবছর পেরিয়ে গেছে ভালোবাসার।কতশত চড়াই-উৎরাই পার হয়ে এইতো এখন সব স্বাভাবিক। ছুটে চলুক জীবন এমন করেই।শুধু মাত্র ১ বছর না, শত শত বছর ধরে বেঁচে থাকুক ভালোবাসা।এই গল্পটা ভালোবাসার, গল্পটা মাসুম আর লিজার।
আশা করি তারা দীর্ঘ একটা জীবন দুজন দুজনের সঙ্গী হয়ে হেসে খেলেই কাটিয়ে দিবে।
Best of luck ❤️