ব্রেকিং : আরও একটি রেকর্ড গড়তে চান টেস্ট ক্রিকেটার মামুন

একের পর এক রেকর্ড গড়েই যাচ্ছে টেস্ট ক্রিকেটার মামুন , এ যেন আর থামছে না । গেল ২০১৮ সালের লীগ খেলায় ফাইনাল ম্যাচে যেমন তিনি টেস্টের জার্সি পরে হাতে গ্লাভস লাগিয়ে ওপিনিংয়ে ব্যাটিংয় করে প্রথম বলে ডাক মেরে প্যভিলিয়নে ফিরে যাওয়ার কীর্তি গড়েন । ঠিক তেমনি ফাইনাল খেলার আগের ম্যাচে তিনি উনচল্লিচ বলে নয় রান করার কীর্তীটিও তার নামে ।টেস্ট ক্রিকেটার মামুন মনে করে লা স্পেসিয়ার হয়ে তার এই রেকর্ড গুলো কখনোই কেউ ভাঙ্গতে পারবে না । তিনি আরো মনে করে তার এই টি টুয়েন্টি ম্যাচে তার এই পারফরমেন্স সেরা । টেস্ট ক্রিকেটার মামুনের কাছে তার ভবিষ্যত পরিকল্পনা জানতে চাওয়া হলে তিনি বলেন , তিনি টি টুয়েন্টি ম্যাচে একাই একশো বিশ বলে খেলতে চায় , এটাই আপাতোত তার ভবিষ্যত পরিকল্পনা ।

এদিকে বোর্ড নির্বাচক আকাশ মিয়ার দাবি টেস্ট ক্রিকেটার মামুন যদি এই সব রেকর্ড করতে থাকে তাহলে টেস্ট ক্রিকেটার মামুনকে আজীবন স্কোয়াড থেকে বহিষ্কার করা হবে ।

————- রিদওয়ান আলম Channel33news , La Spezia

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *