সমাআলোচনা যেন ক্রিকেটার সাব্বিরের পিছুই ছাড়ছে না । এইতো কিছু দিন আগের এই কথা নজু দোকানে বসে পায়ের মুজা খেলে গন্ধ ছড়িয়ে পাবলিক কে জনভুগানতিতে ফেলায় এই ক্রিকেটার সাব্বির ।
আর কালকে তো সে আপরাধের বাধই ভেঁঙ্গে ফেলে । টানে টানে বিড়ি পায় রাকিব যখন তার এসে যখন বলে ভাই আপনি কী জেনোপার সাথে ক্রিকেট খেলবেন । তখনই ক্রিকেটার সাব্বির মাথা গরম হয়ে অজ্ঞান হয়ে যায় । আর এই সুযোগে টানে টানে বিড়ি পায় রাকিব ভুয়া পাবলিসিটি করে যে ক্রিকেটার সাব্বির তাকে মেরেছে ।
এইদিকে বোর্ড সভাপতি মিঠুন ও দুই নির্বাচক আকাশ এবং মোকাররম ক্রিকেটার সাব্বির কে কড়া হুসিয়ারি দিয়ে বলে এই ঘটনা আবার হলে তাকে ১২ সেকেন্ড নিষিদ্ধ করা হবে ।
বিষয়টি ক্রিকেটার সাব্বিরের কাছে জানতে চাইলে সে বলে , ভাই এইগুলা ইডিট করা যায় ।
——- রিদওয়ান আলম channel33 news La Spezia