আবির রাজশাহী ইউনিভার্সিটিতে ইংলিশ নিয়ে পড়েছেন। . খুবই ভালো স্টুডেন্ট ছিলেন তিনি। .তাই ইকবাল রোড এ একটু কোচিং সেন্টার খুলেন। .. কিন্তু তার স্টুডেন্ট ” শাহীর আল শারফ” ঠিকমতো বেতন পরিশোধ না করে। . তিনি অভিমান করেন। . এবং কোচিং সেন্টার ছেড়ে বিয়ে করে এক ছেলে নিয়ে তিনি সংসার নিয়ে ব্যস্ত আছেন