আবার উত্তপ্ত গোলাপগঞ্জ,ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে গুলাগুলি

sylnewsbd.ডেস্ক নিউজ-
আবার উত্তপ্ত গোলাপগঞ্জ।আজ ৭ই মার্চ ২০২২ সোমবার সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর বাজারে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গুলাগুলি হয়েছে বলে তথ্য পাওয়া গেছে। সূত্র মতে ছাত্রলীগের বিবাদমান দুটি গ্রুপ সিলেট জেলা ছাত্রলীগ নেতা কমল কান্তি নিয়ন্ত্রিত বলয় এবং সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সদস্য যুবলীগ নেতা ওয়াহিদুল বলয়ের মধ্যে এ সংঘর্ষ হয়। স্থানীয় সময় আনুমানিক সন্ধ্যা ০৭ ঘটিকার সময় ভাদেশ্বর বাজারে কমল কান্তি নিয়ন্ত্রিত গ্রুপের কর্মীরা ওয়াহিদুল বলয়ের কর্মীদের উপর অতর্কিত হামলা করে গুলিবর্ষন করে বলে অভিযোগ উঠছে। যুবলীগ নেতা ওয়াহিদুল অভিযোগ করেন সন্ধ্যার দিকে তারা স্থানীয় বাজারে বসে আড্ডা দিচ্ছিলেন তখন ৫/৬ টি মোটরসাইকেল যোগে ছাত্রলীগ নেতা কমল ১০/১২ জন লোক নিয়ে এসে তাদের উপর গুলি চালায় এবং দেশীয় অস্ত্র দিয়ে ধাওয়া দেয়।এ সময় তাদের দুজন কর্মী গুরুতর আহত হয়,তিনি নিরাপত্তাহীনতায়ও আছেন এবং থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতিতে আছেন বলেন জানান। অন্যদিকে ছাত্রলীগ নেতা কমল কান্তি শর্মার সাথে যোগাযোগ করলে তিনি বলেন এগুলো সব মিথ্যা বানোয়াট এবং রাজনৈতিক ভাবে উদ্দেশ্যপ্রনোদিত অভিযোগ,ঐ সময় আমি স্থানীয় সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য ছিলাম তাছাড়া বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডে লিপ্ত ওয়াহিদুল ২ দিন পূর্বে ও আমার একজন কর্মীকে হামলা করে মারাত্মক আহত করেছে এ বিষয়ে মামলাও প্রক্রিয়াধীন বলে তিনি জানান। স্থানীয় দোকানিরা বলেন সন্ধ্যায় হঠাৎ গুলাগুলির আওয়াজ তারা শুনেন এবং কিছু লোকের দৌড়ানি তারা দেখে ভয়ে দোকানপাট বন্ধ করে ফেলেন।একরকম আতংকের মাঝে তারা ছিলেন বলে জানা যায়।
এসব সংঘর্ষের ব্যাপারে গোলাপগঞ্জ থানায় জানতে চাওয়াতে অফিসার ইনচার্জ সাংবাদিকদের বলেন, সংঘর্ষের ব্যাপারে আমরা শুনেছি তবে কে বা কারা করেছে কোন সঠিক তথ্য বা কোন অভিযোগ আসে নি,যদি আসে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *