আজ সকালে খবর পাওয়া গেছে কুড়িগ্রাম জেলার শামীম নামের এক কিশোর ৭৫ বয়সেই এক বৃদ্ধার প্রেমে পাগল হয়ে বৃদ্ধাকে নিয়ে পালিয়ে যাওয়ার সময় ধরা খেলো।
এলাকাবাসী তাদের আটক করেছে।
কাক সর্বশেষ খবর পাওয়া গেছে তাদেরকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পরে জানা যায় যে তারা একে অপরের নানী নাতি।
এই ঘটনাকে কেন্দ্র করে দুজনই তাঁদের বক্তব্য প্রকাশ করেছেন।
শামীম বলেছেন ভালোবাসার কাছে বয়স কোন ব্যাপার ই না, আমি এনা কে ছাড়া বাঁচবো না।
অপরদিকে ওই বৃদ্ধা সংসার করার জন্য সম্মতি প্রদান করেছেন।
তিনি বলেছেন শামীম যদি তার 8 বাচ্চার দায়িত্ব নেয় তাহলে তিনি শামীমের ভাত খাবেন।
এতে শামীম সম্মতি জ্ঞাপন করেছেন।
উক্ত ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় বিরাজ করছে টানটান উত্তেজনা দেখুন শামিমের কপালে কি আছে
দেখা যাক …….