উত্তরা ছাত্রলীগ সহসভাপতি এবং ইউনিয়ন ভাইস চেয়ারম্যান সম্মানিত তাওহীদ হোসেন মাহফুজ কে গতকাল রাত ১.৩০ ঘটিকার দিকে সন্ত্রাসীরা ছুরি আঘাত করেন।। __বিস্তারিত__ উত্তরা ছাত্রলীগ সহসভাপতি এবং ইউনিয়ন ভাইস চেয়ারম্যান সম্মানিত তাওহীদ হোসেন মাহফুজ গতকাল সম্ভবত রাত ১.৩০ ঘটিকার দিকে নিজস্ব বাসায় ফিরতে ছিলেন হঠাৎ সন্ত্রাসীরা এসে তার ওপর হামলা করেন।সে নিজের জীবন বাঁচাতে তার নিজস্ব হ্যান্ড বন্দুক বের করে তাদের ওপর গুলি করেন।তাদের একজন কে তিনি গুলি করেন তখন সে রাস্তায় শুয়ে পড়ে তারা অনেক হওয়ায় তার সঙ্গীরা এসে নিয়ে যান। তাওহীদ আরো জানিয়েছেন তাকে ছুরি আঘাত করার সময় তিনি কোনো ভাবে সামলে নেন এতে তার কোনো সমস্যা হয় নি।।অনেক সন্ত্রাসী থাকার ফলে তাকে পিছন থাকে মাথায় জোরে আঘাত করার ফলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। কে করেছেন এগুলো তার কাছে জানতে চাইলে সে কিছু জানান নেই এবং বলেছেন তাদের ছেড়ে দিতে । তিনি নিজে ক্ষমতায় থাকতেও কেনো এটা বললেন তা প্রশ্নই রয়ে গেলো।। গতকাল থেকেই ঢাকা উত্তরায় এটা নিয়ে যুবলীগ নেতারা এবং ছাত্রলীগ নেতারা এবং তাওহীদ এর দল নেতারা আন্দোলন করে মিছিল জারি করে রাস্তায় নামে পড়েন এ অবস্থায় সম্পূর্ণ ঢাকা আজকে যানবাহন চলাচলে বাধাগ্রস্থ হচ্ছে।। আরো খবর জানতে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।