কাঁঠাল চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়লেন আবদুর রহমান ও জাহাঙ্গীর হোসেন

স্থানীয় প্রতিনিধিঃ
গতকাল রাতে মুন্সি নাংলা গ্রামের মাষ্টার বাড়িতে কাঁঠাল চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েন নান্দিনার আব্দুর রহমান ও পুরার চর গ্রামের জাহাঙ্গীর হোসেন।

গভীর রাত্রে তারা কাঁঠাল চুরির জন্য কাঁঠাল গাছে আরোহন করে। এমন সময় একই বাড়ীর তেলাচুরার বাপ প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে বের হন। কাঁঠাল গাছটি ছিল টাট্টিখানা যাওয়ার রাস্তার পাশেই। তেলাচুরার বাপ যখন বদনা হাতে কাঁঠাল গাছের নিচে আসে ঠিক তখনই জনাব আবদুর রহমানের হাত থেকে একটি কাঁঠাল তেলাচুরার বাপের মাথায় পতিত হয়। এরপর তেলাচুরার বাপ ইয়া মাবুদ চিৎকার করে ভূপাতিত হয়। আওয়াজ শুনিয়া তেলাচুরার মাও সহ বাড়ির লোকজন বের হয়ে আসে। তারপর লোকজন গাছের মগডালে লাইট মেরে এই দুইজন কে শনাক্ত করে। তাদের কে আপাতত আজিমদ্দি মাষ্টরের পরিত্যাক্ত গোয়াল ঘরে বেধে রাখা হয়েছে। একই বাড়ির বাসিন্দা ও আসামীদ্বয়ের শ্বশুর জনাব হেলাল উদ্দিন আসামিদের পক্ষে সাফাই গেয়েছেন। তিনি বলেন পরিকল্পিত ভাবে তার দুই জামাই কে ফাঁসানো হয়েছে। এই ঘটনার সুষ্ঠ তদন্তের জন্য বিশিষ্ট ব্যাক্তি জনাব জালাল উদ্দিন সুটকু কে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে, কমিটির বাকি সদস্য দুইজন হলেন দুলাল উদ্দিন এবং মাহাবুবুর রহমান সুজন।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *