সাজু গং, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
আপডেট: ২০৪২ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২২
বাগেরহাট: ইতি মারিয়া (২০) সঙ্গে শরিফুল (২৫) প্রেমের সম্পর্ক দীর্ঘদিনের। প্রেম চলাকালীন এক পর্যায়ে তারা গোপনে বিয়ে করেন।
বিয়ের বিষয়টি গোপন রেখেছিলেন দুজনেই।
এর কিছুদিন পর নতুন করে চৈতালি (১৮) নামে আরেক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে রনির।
প্রেমের সূত্রে চৈতালির সঙ্গে রাতে দেখা করতে গিয়ে ধরা পড়ে যান শরিফুল। এরপর গত ১৩ এপ্রিল চৈতালি ও রনির বিয়ের আয়োজনের খবর পেয়ে আগের স্ত্রী ইতি মারিয়া রনির বাড়িতে অনশন শুরু করেন।
এরপর তিন পরিবারের উপস্থিতিতে ঘটা করে পারিবারিকভাবে এক বরের সঙ্গে দুই প্রেমিকার বিয়ে দেয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়।
বুধবার (২১ এপ্রিল) রাতে বাগেরহাটের মেহগনি তলা এলাকায় শরিফুলের বাড়িতে আনুষ্ঠানিকভাবে দুই বিয়ে একসঙ্গে সম্পন্ন হয়।
জানা যায়, শরিফুল ওই এলাকার শামিম এর ছেলে। প্রথম স্ত্রী ইতি মারিয়া একই ইউনিয়নের গাঠিয়াপাড়া এলাকার গিরিশ টং এর মেয়ে। দ্বিতীয় স্ত্রী চৈতালি ঠ্যালা গ্রামের টোং পাল এর মেয়ে। এ ঘটনায় তিন পরিবারের কারো কোনো অভিযোগ না থাকলেও এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য পরিবেশ সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে মেহগনি তলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খালিদ বিন সাঈদ (নাটা) আপেল নিউজকে বলেন, বিষয়টি শুনেছি তবে এ বিষয়ে আমার কাছে কোনো পরিবারের পক্ষ থেকে অভিযোগ আসেনি।