এই ইদে ইলিয়েনকে নাস্তানাবুদ করে ঢাকায় নেমেছে বাক বাকুম পাঞ্জাবী। শোনা গেছে এই পাঞ্জাবী পড়লে, ধিকি ধিকি আগুন জ্বলে যায় রমনীর মনে। আজ আমাদের খবর দাতা আরমান খান ঢাকা নিবাসী নিলয়কে পাকড়াও করে। শুরুতে এড়িয়ে গেলেও, নব্য খেলা বালক নিলয়ের মুখে, তার নারী বান্ধবীদের তালিকা দেখে ভিমড়ি খেয়ে পড়ে যায় সাথে থাকা আমাদের ক্যামেরাম্যান জাঙিয়া বসু। তার ফোনে দংকল বাহিনির নাম্বার খুজে পাওয়া যায়। এই নাম্বার থাকার কারন বলার আগেই, নিলয় তার নারী সঙ্গী কাকলীর সাথে চন্দ্রিমা উদ্যানে চলে যায়। বাক বাকুম পাঞ্জাবী পড়া অবস্থায় এরপর তাকে বেইলি রোডেও দেখা যায়, আমাদের লক্ষ্য করতে পেরে সে তার বাক বাকুম পাঞ্জাবী খুলে দৌড় শুরু করে, এতে রাস্তায় ছোটখাট ট্রাফিক জ্যাম লেগে যায়।