বিয়ে না দেওয়ায় বাড়ি ছেড়ে চলে গেলো বাগেরহাটের শরিফুল

নিখোঁজ সংবাদ…

নাম – শরিফুল ইসলাম
বয়স – ২০
গায়ের রঙ : শ্যামলা
পরনে – লুঙি, গেঞ্জি এবং Rey-Band এর সানগ্লাস (replica)

আমাদের বাগেরহাট মেঘনি তলার শরিফুল !
গত ১৭-০৪-২০২২ তারিখে বিকাল ৫ ঘটিকায় বাসা থেকে বিয়ে না দেওয়ার কারনে বাড়ি ছেড়ে চলে যায়, তাকে লাস্ট দেখা যায় সপন কাকার দোকানে। কিন্তু এখনো পর্যন্ত সে নিখোঁজ।

আপনাদের কাছে অনুরোধ এই পোস্টটি শেয়ার করে আমাদের শরিফুল’কে খুঁজে পেতে সাহায্য করবেন।
অথবা যদি ওকে কেউ দেখে থাকেন তাহলে কান ধরে পাছায় লাথি মেরে বাড়ি পাঠায়ে দিবেন!

আমরা শরিফুলের একান্ত বড় ভাইরা ,
ও যেন সুস্থ্য-স্বাভাবিক ভাবে দ্রুত ফিরে আসে, শরিফুল ভাই আমরা কথা দিচ্ছি তুই ফিরে আসলে আমরা আয়োজন করে তোকে ক্যাসেল আশারা রেস্টুরেন্ট এ বিয়ে দিবো! এবং তোর বিয়েতে আমরা তোর বড় ভাইরা স্পন্সর করবো!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *