জুনিয়রদের ঈদ সালামি দিতে বাবার জমি বিক্রি করলেন শমরিতার দুই শিক্ষার্থী ইফতি ও কচি ।

এবার জুনিয়রদের ঈদ সালামি দিতে বাবার জমি বিক্রি করেছেন এম এইচ শমরিতা মেডিকেল কলেজের দুই শিক্ষার্থী মাসরুর ইফতি ও খাইরুল হুদা কচি । শমরিতা মেডিকেল ৫ম বর্ষে পড়াশোনা করছেন ইফতি। কচি পড়াশোনা করছেন ৪র্থ বর্ষে।

চলতি বছর ঈদ-উল-ফিতরকে সামনে রেখে শমরিতায় আসা নতুন ও পুরাতন জুনিয়ররা বেশ কিছুদিন ধরেই সালামির জন্য উৎপাত করছে বলে জানা গেছে। যার মধ্যে মেয়েদের সংখ্যা উল্লেখ্যযোগ্য। নতুন ব্যাচে আসা মেয়েরা মেসেঞ্জারে নিয়মিত সালামি চাওয়াতে শেষ পর্যন্ত সবাইকে সালামি দেয়ার সিদ্ধান্ত নেন এই দুই শিক্ষার্থী ইফতি ও কচি।

এ ব্যাপারে জানাতে গিয়ে ইফতি বলেন, ”দেখুন আমরা আর কিছুদিন ক্যাম্পাসে আছি। আর কিছুদিন পর আমাদের শিক্ষাজীবন শেষ হয়ে যাবে। আমরা তাই শেষ মুহূর্তে সব জুনিয়র মেয়েদের ঈদ সালামি দিতে চাই। তারা তো আর আমাদেরকে কিছুদিন পর পাবে না। ঈদের খুশি সকলের মধ্যে ছড়িয়ে দিতে চাই সালামির মাধ্যমে। ইতোমধ্যে আমি আবার বাবার ১০ শতাংশ জমি বিক্রি করে দিয়েছি শুধুমাত্র সালামি দিব বলে।”

এদিকে কচির ভাষ্য, ”ক্যাম্পাসে এতবছর ধরে আছি এখনও একতা প্রেম করতে পারিনি। তাই জুনিয়র মেয়েদের সালামি দেয়ার মাধ্যমে যদি একটা প্রেম হয় তাহলে সেটা মন্দ কিছু নয়। আমি আমার বাবার ৮ শতাংশ জমি বিক্রি করেছি জুনিয়র মেয়েদের ঈদ সালামি দিব বলে।”

সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী (প্রতিবেদন লেখার সময়) ইফতি ও কচি মিলে ১২ লক্ষ ৩ হাজার ২৪৬ টাকা সালামি দিয়েছেন বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *