ঢাবির সমাজকল্যাণ বিভাগের প্রথম বর্ষের ছাত্র সাখাওয়াত হোসেন সাকুর বিরোদ্ধে ধর্ষনের অভিযোগ এনেছে ঢাবির সমাজকল্যাণ বিভাগের আরেক ছাত্রী (নাম প্রকাশে অনিচ্ছুক)…….. এর পর আজ সকাল ১০ টায় তাকে স্যার এ এফ রহমান হল থেকে গ্রেপ্তার করা হয়…..এখন তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য শাহবাগ থানা পুলিশ ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছে বলে জানা গেছে…….গোপন সূত্রে জানা গেছে তার একান্ত সহচর হিসেবে থাকে সাহায্য করেছে ঢাবির আরেক ছাত্র রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শুভ,,,,জানা গেছে শুভর নামে হলের রুমে বন্ধুদের গায়ে একাধিক বার হাত তোলার অভিযোগ রয়েছে! জানা যায় শুভ হল পাড়ায় “ডমিনেটর শুভ” হিসেবে পরিচিত!