বন্ধন সমবায় সমিতি ও আশার আলো সমবায় সমিতির গরীবের টাকা আত্মসাৎ করে আঙ্গুল ফুলে কলাগাছ এক প্রভাবশালী।
রিংকু কুমার দাস নামের এক নিরহ যুবকে টাকা আত্মসাৎ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে এই সমিতির মূলহুতা. রিংকু কুমার দাস লালাদিঘীর পারের সুজন মিয়ার ভাড়াটিয়া একই এলাকার প্রভাবশালী ব্যক্তি নাম বলতে অনিচ্ছুক এই ব্যক্তি রিংকু দাস কে ভুলিয়ে ভালিয়ে ৩ লক্ষ ৪০ হাজার টাকা নিয়ে টাকার হিসাব না দিয়ে গায়ের জুর দেখিয়ে যাচ্ছে বহুদিন ধরে গরীব মানুষের টাকা মেরে নানান জায়গায় ব্যবসা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করে যাচ্ছে এই প্রভাবশালী যুবক।
নীরহ মানুষটি টাকা চাইতে গেলে থাকে হুমকি ও দেওয়া হয়েছে এই টাকার জন্য রিংকু কুমার দস
যথেষ্ট প্রমান নিয়ে ডিসি বরাবর লিখত অভিযোগ করবো আমি মনে প্রাণে বিশ্বাস করি জননেত্রী শেখ হাসিনার সরকার পরিচালনায় কেও গরীবের হক মারতে পারবে না।
নিবন্ধন নং ৫৯
তারিখ ১০/০৫/২০১৫