প্রায় ৬ বছরের প্রেম। তারপর অনেক পাওয়া না পাওয়ার মধ্যে দিয়ে যায়। অবশেষে তিন মাস আগে বিয়ের পিঁড়িতে বসেন পাকুন্দিয়া উপজেলার তারাকান্দি গ্রামের ছেলে মুন্না। বিয়ে করেন একই গ্রামের বন্যা নামের এক মেয়েকে। কিন্তু বাচ্চা নিবে কি নিবে না; নিলেও কয়টা নিবে। এটা নিয়ে তাদের মাঝে এক বিশাল ঝগড়া শুরু হয়। এমন তাদের মাঝে ঝগড়া বড় আকারের পর্যায়ে চলে যায়।
অবশেষে দুই পরিবারের হস্তক্ষেপে মিল হয় তাদের। মুন্নার বিষয়ে তার বন্ধু তাকরিম বলেন, এসব ঝগড়া তাদের মাঝে প্রায়ই হয়। আবার মিল হয়।
শাহ সুলতান নামে এক বন্ধু বলেন, মুন্না ও তার বউয়ের মাঝে ভালো ই মিল। এসব ঝগড়ার খবর মিথ্যা। আর এই ঝগড়ার খবর শুনে বিয়ে না করার চিন্তা করেছেন মোফাজ্জল, আরিফ,নাসির,বিপুল নামে মুন্নার বন্ধুরা।