সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের ১ম বর্ষের শিক্ষার্থী তাইসির রেজা ওরফে আফ্রিদি। তিনি সাম্প্রতিক “চা-কস” নামে একটা ফেসবুক গ্রুপে মেয়েদের হেনস্থা করেই চলছে। তাই তাইসিরের নামে মেয়েদের করার অভিযোগ উঠেছে। তাকে গ্রেপ্তারের জন্য খুজছে পুলিশ। আরও জানা যায় তিনি বরগুনার পাথরঘাটার অবসরপ্রাপ্ত আর্মি অফিসার কাইয়ুম সাহেবের ছোটো ছেলে!