নিজের মনের কষ্ট গুলো সবাই মনের ভিতরেই লুকিয়ে রাখে। কিন্তু এভাবে একটা সময় মানুষ আর কষ্ট সহ্য করতে পারে না। তেমনি,কষ্ট সহ্য করতে না পেরে ফেসবুকে ‘আজ আমার মন ভালো নেই’ নামে ডে দিল ঢাবিয়ান যুবক। তার নাম জাফর।শুনা গেছে, চারদিকে বন্ধুরা যখন বিয়ে করে ফেলছে, কিন্তু তার বিয়ে হচ্ছে ই না। বাড়িতে বলার পরেও তার পরিবার বলেছে অনার্স শেষ করে তারপর বিয়ে। এজন্য তার মন এতো খারাপ হয়,তিনি এই কষ্ট ধরে রাখতে পারে নি। তাই ফেসবুক কেই মাধ্যম হিসেবে বেচে নিয়েছেন সবাইকে জানানোর জন্য। এ সম্পর্কে তিনি বলেন, আমি অতি শীঘ্রই বিয়ে করেই আমার মন ভালো করব।
তার ক্লাসমেট একজন নাম গোপন রাখা শর্তে আমাদের বলেন, আমি জাফরের রুমমেট। ও প্রতিদিন রাতে বিয়ের জন্য কান্না করে।
আমরা ও জাফরের কষ্টে তাল মিলিয়ে বলতে চাই, জাফরের কষ্টে,আজকে আমাদের ও মন ভালো নেই।