ভালবাসা হীনতায় ডিপ্রেশনে ভুগছে ঢাবি ছাত্র শান্ত।
.
আজকে সকালে এক সাক্ষাতকারে আমাদেরকে তিনি বলেন ” একজীবনে অনেককে ভালবাসতে চাইলাম কেউ আমারে ভালবাসলে না। সবাই চায় পড়ুয়া স্টুডেন্ট, ভালো সিজিপিএ এবং হ্যান্ডসাম ছেলে কিন্তু আমার মধ্যে এসব গুণ না থাকায় কেউ আমারে ভালবাসল না।
.তিনি আরো বলেন-
সেই স্কুলে থাকতে এক মেয়েকে চিঠি লিখলাম হাতের লেখা খারাপ হওয়ার মেয়ে রিজেক্ট করে দিল। এরপর এক তরুণীর আশীর্বাদ পেলাম, ভালবাসা পেলাম,স্নেহ পেলাম,রোমাঞ্চকর এই প্রেম যাত্রা স্কুল জীবন পর্যন্ত চলল। আমি এই প্রেমিকার করুণার কথা আজীবন মনে রাখব। কিন্তু কলেজে গিয়ে মেয়ে আমারে ভুলে গেলে,নতুন প্রেমিক পেলো টাকাওয়ালা,এরপর একদিন বর্তমান প্রমিকসহ আমার সাথে সাক্ষাৎ করল,সেদিন মনে হয়েছিল ” কাউকে ভালবাসা অপরাধ “। এরপর কত রাত যে কেঁদে পাড় করেছি খেয়াল নাই।
.
কান্না জড়িত কণ্ঠে শেষে তিনি বলেন-
বড় ভাইয়েরা বলেছিল ভার্সিটিতে সুযোগ পেলে চিল আর চিল সাথে প্রেমিকা ফ্রী। কিন্তু এখানে এসে দেখি পুরোটাই ধোঁকা। ফলাফল সরুপ আমি এখন ডিপ্রেশন।
.
তার শেষ কথা তার ভালবাসা চাই,ভালবাসা নিয়ে মরতে চাই।
.
উল্লেখ করার মতো আবু সোলায়মান শান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ সেশনের ছাত্র এবং স্যার এ এফ রহমানের আবাসিক ছাত্র।