ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেখক সমিতির সভাপতি মনোনীত হয়েছে পালি এন্ড বুদ্ধিস্ট স্টাডিজের প্রথম বর্ষের ছাত্র ওয়াকার রহমান সৌরভ।কথা বলে জানা যায়,কবি ওয়াকার ছোটবেলা হতে প্রকৃতি প্রেমী ছিলেন।প্রকৃতি নিয়ে ছিল তার ভীষণ অনুরাগ।এর মাঝেই এক রমণীর ছোঁয়া বাতাসে রূপ নিয়ে প্রকৃতির পাতাগুলোকে নাড়তে চাড়তে শুরু করে নজর কাড়ে কবির।তারপর অনুরাগটি স্থানান্তরিত হয় রমণীর প্রতি।ধ্যানে মনে সবসময়ই ওই রমণীকেই খুঁজে বেড়াতে বেড়াতে কাব্যরূপ দেন কবি।সেথেকে হয়ে ওঠেন বিশিষ্ট নারীবাদী লেখক।বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারীদের নাকী খুব প্রশংসা শুনেছেন কবি আপন মনে।কিন্তু মুদ্রার ওপিঠও আছে যার কারণে কবি আজ আশাহত।ঢাবির নারীরা সুন্দর নই!
এই কবির আক্ষেপ! এনিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পালি ভাষায় লিখেন,
তুমং বিশ্রং
ভাবিনিং কখনং
এবং মুহূর্তেই ছড়িয়ে পড়ে লেখাটি এবং নজর কাড়ে লেখক সম্প্রদায়ের।বিশ্ব সাহিত্য কেন্দ্র কবিকে নিজেদের সভাপতি পদে অসীন হতে বললে কবি রেগে উঠে বলেন,
তরুণী ফেলে কি আমি প্রৌঢ়া মহিলা দেখব সাহিত্য কেন্দ্রে।
তাই উত্তেজিত কবির জন্য আজ এই সম্মান!
যদিও তিনি তা নিতে চান না,লেখক সম্প্রদায়ের ইচ্ছে কবির অন্তত নামের ছোঁয়া পাক পাঠকবৃন্দ!
প্রিয় গুরুকবি ওয়াকার রহমান সৌরভ😇!