ক্লাস করতে এসে দুই হট ক্যানডিডেটের মাঝে তুচ্ছ ঘটনা নিয়ে তুমুল সংঘর্ষ বাঁধে!
হার্ডকোর জুবায়ের সিক্সটি নাইন এবং সফটকোর প্রান্ত তাদের মাঝে ভিডিও বার্তা নিয়ে এই সংঘর্ষের স্ফুলিঙ্গের সৃষ্টি হয় ৬০৭১ নম্বররুমে।
সিক্সটি নাইনের দাবী প্রান্তের নামের ছেলেটা প্রাক্তন সিআরের মানুষ,সে চামচগিরি করে সিআর হতে চাই অন্যের প্রযোজক ক্রিয়া হিসেবে যা সিক্সটি নাইন বেঁচে থাকতে কখনো হতে দিতে পারে না!
আসল খেলা শুরু হয় যখন ভিসি সেলিম ৬০৭১ এর সামনে দিয়ে হিশু করতে যাচ্ছিলেন এবং এদের সংঘাত দেখতে গিয়ে হিশু প্যান্টে পড়ে গেলে চরম রেগে যান তিনি এবং সম্পূর্ণ রাগ ঝেরে ফেলেন সিক্সটি নাইনের উপর,বলেছেন সিক্সটি নাইনকে আর কোনো টলারেট করা হবে না।লাথি মেরে ভার্সিটি থেকে বের করে দেওয়া হবে।বিপাকে পড়ে সিক্সটি নাইনের দাবী ভিসিও প্রাক্তন সিআরের কেনা তাই সে প্রান্তকে সেফ করতে ইচ্ছে করে প্যান্টে হিশু করেছে যা একটি সাজানো নাটক তাকে ফাঁসানোর জন্য!
মাঝে পড়ে গিয়ে নিষ্পাপ বিবেচিত হলো সফটকোর প্রান্ত!