পদ্মা সেতু পারি দিয়ে ১ম বারের মতো বিয়ে করতে যাবেন আলাউদ্দিন ব্যাপারী।

স্টাফ রিপোর্টারঃ
আগামীকাল ০১লা জুলাই, রোজঃশুক্রবার, পদ্মা সেতুতে নাম লেখাতে যাচ্ছে নতুন আর একটি ইতিহাস। নারায়ণগঞ্জ এর ফতুল্লার রসুলপুর নিবাসী মৃত মোঃ আঃ কাদের ব্যাপারীর ছেলে আলাউদ্দীন ব্যাপারী মেহেদী ১ম বারের মতো বর বেশে বিয়ে করতে যাচ্ছেন তার ই নিজ জেলা ফরিদপুরে।
জানা যায়, আলাউদ্দিন ব্যাপারী-ই ১ম যুবক যিনি পদ্মা সেতু পাড়ি দিয়ে বউ আনতে যাচ্ছেন।
আমরা তার বিবাহ পরবর্তী জীবনের জন্য আগ্রিম শুভকামনা জানাই।
এদিকে এই সংবাদ শুনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলাউদ্দিন ব্যাপারীকে পদ্মা সেতুর আদলে দেখতে একটি স্বর্নের ১ভরি ওজনের আংটি উপহার পাঠিয়েছেন। এব্যাপারে এলাকাবাসীর মনে এক আনন্দের জোয়াড় বইছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *