ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিবিএস ফ্যাকাল্টির নুরুল আমীন নামক একজন মেধাবী ছাত্র ব্রিটিশ রাজকন্যা ডিয়ানা আইসলে’র জামাই হওয়ার জন্য মনোনীত হয়েছে।একথা সম্প্রতি চিত্র নায়িকা পপি শুভেচ্ছা জানিয়ে নিশ্চিত করেছেন।তবুও বিশ্বাস করতে না পারায় আমাদের নিজস্ব প্রতিবেদক তানজিলা কেয়া সরাসরি ইমুতে ভিডিও কল দেন ডিয়ানা আইসলেকে,এবং ডিয়ানা আইসলে নুরুলকে তার স্বপ্নদোষ সরি স্বপ্নপুরুষ বলে নিশ্চিত করেছেন।
এ খবর শুনে নুরুল আমীন গা থেকে রহমতুল্লাহর কোটটি খুলছে না বলে প্রক্টরকে অভিযোগ করেছেন।প্যান্টটি সোহাগ মন্ডলের নামের জনৈকের এবং শার্টটি তানজিলার হতে নেয়া যা কোটের ভেতরে ছেলে নাকী মেয়ের তা বোঝা যায় না।বলা হয়ে থাকে বাকী কাপড় চোপড় নুরুল আমীনের।তাদের প্রেমকাহিনী শুনতে চাইলে নুরুল আমীন জানাতে চাননি।পরে থাকে আমাদের আরেক প্রতিবেদক ওয়াকার রহমান সৌরভ ফ্রুটিকা খাইয়ে তথ্য নিয়ে নেন।
বলা হয় ডিয়ানা আইসলে রাতে কার্জন সফরে আসলে গাছের উপর একটি হনুমান দেখতে পেয়ে চিৎকার করেন।সেই চিৎকারে ভয় পেয়ে উপড় হতে কার্জনের রাতের দৃশ্য উঁকি দেয়া নুরুল আমীন পড়ে যান এবং প্যান্ট শার্ট ছিড়ে যায়।চালাকি করে পড়া মাত্রই ভীত ডিয়ানাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয়ার ভান করে সিমপেতি অর্জন করে ঢাবি শিক্ষার্থী নুরুল আমীন আজ সফল!