ভালবাসার অভাবে একদিন মরে যাব, ঢাবি ছাত্র শান্ত

গতকাল কলাভবনের সামনে তার দেওয়া সাক্ষাৎকারের পুরোটা নিচে দেওয়া হলো-

.
বক্তব্যের শুরুতেই তিনি বলেন আমি নিঃসঙ্গ এক প্রেমিক, আমার কৃষ্ণবর্ণ, মলিন চেহারার কারণে কেউ আমারে ভালবাসে না।অথচ আমি হতে চেয়ে খাঁটি এক প্রেমিক।
..
স্মৃতি চারণ করতে গিয়ে তিনি বলেন-
.
স্কুল জীবনে প্রথম এক মেয়েকে ভালবাসতাম, যৌবনের তাড়নার কচি হাতে তাকে চিঠি লিখলাম কিন্তু হাতের লেখা খারাপ এবং কৃষ্ণাঙ্গ হওয়ার কারণে মেয়েটি সাফ বলে দিয়েছিল আপনি আমার প্রেমিক হওয়ার যোগ্য না।
.
এরপর কোচিং এ অপর এক স্কুল থেকে এক সুকেশার সাক্ষাৎ হলো,ধীরে ধীরে পরিচয় হলো, সেই থেকেই ভালো লাগা,আর ভাল লাগাটাই একসময় ভালবাসায় রুপান্তর হলো। দুজনের প্রেম হাসি-কান্নার মধ্য দিয়ে স্কুল জীবনের পরিসমাপ্তি হলো। এই মেয়ের করুণার কথা আমি আজীবন মনে রাখব। কিন্তু কলেজ জীবনে এসে সমস্যার দানা বাঁধল।দূরত্ব বেড়ে যাওয়ায় ব্রেকআপ হলো চলে যাওয়ার সময় মেয়েটা বলেছিল ” অন্য ছেলের হাত থেকে বাঁচতে তোমাকে ব্যবহার করেছিলাম”।এীপর কতশত বিনিদ্র রজনী কেটে গেছে সবচেয়ে অবাক করা বিষয় ছিল সেই করুণার প্রেমিকা তার বর্তমান প্রেমিক নিয়ে রিক্সা করে আমার সাথে দেখা করতে এসেছিল সেদিন মনে হয়েছিল পৃথিবীতে ভালবাসা বলতে কিছু নাই।
.
এরপর কান্না জড়িত কণ্ঠে বলেন-

ভার্সিটি ভর্তির আগে কোচিং এর ভাইয়েরা বলেছিল পাবলিকে চান্স পেলে প্রেমিকার অভাব নেই কিন্তু ঢাবিতে এসে দেখি সব ভুয়া। কেউ ভালবাসে না আমারে।
.
উল্লেখ থাকে যে আবু সোলায়মান শান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের একজন ছাত্র এবং স্যার এ এফ রহমান হলের আবাসিক ছাত্র।

.

.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *