ভোট পেতে কবি ওয়াকারের ভিন্ন সাজ!

আসন্ন পিবিএস ফ্যাকাল্টির বহু প্রতীক্ষিত বালের সিআর পদ লাভের জন্য হার্ডকোর ক্যানডিডেটরা একেক সময় একেক রূপ ধারণ করছে।
এর মধ্যে আজ ভিন্ন এক স্বাদ দেখিয়েছেন কবি ওয়াকার রহমান সৌরভ!
তিনি বসন্তের পরী সেজে টিএসসির মুখে বসে প্রচারণা চালাচ্ছেন এবং বলছেন
পুষ্পই হোক সাম্প্রদায়িকতা
পুষ্পই হোক ক্লাসের ক্ষমতা
এর সাথে সাথে তিনি ইশতেহারে দিচ্ছেন তিনি ক্লাসে ক্লাসে ফুলের গাছ রোপণ করে সবার খোপায় লাগিয়ে দিবেন।সবাইকে সাজিয়ে দিবেন ফুলের রূপে,পুষ্পরেণুতে!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *