আসন্ন সিআর ইলেকশনে কে হতে যাচ্ছে বালের সিআর!
তুমুল লড়াইয়ে প্রান্ত আর কবি ওয়াকার
রমণীদের মধ্যে শ্রাবণী আর তানজিলা
সাক্ষাৎকার নিতে জানতে পারা যায় গিটার হাতে কবি ওয়াকার হতে,
“যদি রমণী সিআরও হতে হয়,হয়ে ছাড়ব”
আর অন্যদিন শ্রাবণীকে তুচ্ছ করে তানজিলা বলেন,
“ব্যাটারা আমার সাথে পারেন না,আর আসছে কোত্থেকে বাচ্চা মেয়ে একটা”
তিনি আবার প্রাক্তন সিআর তার দেবরের ক্ষমতা দেখান।
ইলেকশনের ব্যাপারে জিজ্ঞেস করতে চাইলে প্রান্ত বলেন,
“আমি খাটে সরি মাঠে বুঝিয়ে দিব,আপাতত কিছু বলতে চাই না”
অন্যদিকে চট্টগ্রামের দামাল মেয়ে শ্রাবণী ইতোমধ্যে লিফলেট নিয়ে বেরিয়ে পড়েছেন পরিশ্রম সৌভাগ্যের প্রসূতিকে ধারণ করে!
কে হতে চলছে আগামী সিআর!