সিআর ইলেকশনে ব্যবহার করার জন্য গাড়ি কিনলেন কবি ওয়াকার!
কিন্তু তার টাকার উৎস কী?
হট কেনডিডেট জামিলুর রহমান প্রান্ত বলেছেন কিছুদিন আগে রেজিস্ট্রার অফিস গিয়েছিল কবি ওয়াকার চাঁদা তুলতে,কিন্তু সেখানে তাকে দাড়োয়ান ঘার ধাক্কা দিয়ে বের করে দেই।
এরপর যায় জনতা ব্যাংকে কিন্তু সেখানে সে আওয়াজ না করে মেধার জোর খাটায়।তার চিকনা শরীর ব্যবহার করে ব্যাংকের মোটা ম্যানেজারের পিছন দিকদিয়ে লকারে ডুকে পরে।পরে সেখান হতে টাকা চুরি করে এবং একজন নারী অফিসার দেখে ফেললে তাকে প্রেমে ফেলে পালিয়ে আসে।
কিন্তু এই পুরো ঘটনাকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন কবি।তার দাবী ডিয়ানা মডেলের মালকিন ডিয়ানা তাকে প্রচারণা কাজের জন্য এই গাড়ি গিফ্ট করেছেন যাতে পরে তিনি কবির পাওয়ার কাজে লাগাতে পারেন।তিনি আরো বলেন এসব ইন্টারন্যাশনাল পলিটিক্স,সাধারণের বোধগম্য হবে না!
প্রতিবেদক পূর্ণিমা!