সিআর হতে চান সোহাগও! খেলতে আসার আহবান!

যতই সময় গড়াচ্ছে ততই বাড়ছে উত্তেজনা। দিনদিন সিআর পদে বাড়ছে মুখ।তারই ধারায় আজ নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করে নিশ্চিত করলেন সোহাগ মন্ডল।ছবিতে তারর টেরর মার্কা ছবি দেখিয়ে তিনি একপ্রকার আতঙ্ক ছড়াতে চান বলে অনেকের অভিমত!
আবার তাকে ফিডার খাওয়া বাচ্চা বলে উড়িয়ে দিয়েছেন আরেক হার্ডকোর প্রার্থী ওয়াকার রহমান সৌরভ।
শোনা যাচ্ছে তিনি মেয়েদের হাত করে মেয়েদের ভোটে নির্বাচিত হতে চান বলে প্ল্যানিং করেছেন।
এব্যাপারে আমাদের নিজস্ব প্রতিবেদক তানজিলা কেয়া জানতে চেলে মন্ডল বলেন,
ছোটবেলা হতে আমার মিষ্টি চেহারা যা সবচেয়ে বেশি মেয়েরাই পছন্দ করে আর আমিও মেয়েদের সাথে স্বাচ্ছন্দ্য বোধ করি।একে কাজে লাগিয়ে যদি আমি সিআর হয়ে যায় তবে আমাকে তো কেউ ধরতেই পারবে না।মেয়েদের দুনিয়ায় আমি এক উচ্চ পর্যায় লাভ করব।
অন্যদিকে আরেক হাইপার ক্যানডিডেট জামিলুর রহমান প্রান্ত মন্ডলকে কুয়াশার কোকিল বলে উপেক্ষা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *