আজ বিকাল ৫ টার দিকে উদ্যানে নেশাগ্রস্থ অবস্থায় এক ছাত্রকে উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ। তার কাছ থেকে বিপুল পরিমান ইয়াবা,গাজা ও নেশাজাতীয় দ্রব্য পাওয়া যায়।জানা যায়, আজ বিকালে উদ্যানে যাওয়া মানুষজন এক তরুনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে,পরে তারা পুলিশকে খবর দেয়,পুলিশ এসে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যায়।পরে তার জ্ঞান ফিরলে তার পরিচয় যানা যায়।তার নাম তন্ময়,সে ঢাবির ২০-২১ সেশনের পালি বিভাগের ছাত্র এবং এফ রহমান হলের আবাসিক বাসিন্দা।
এ বিষয়ে শাহবাগ থানার উপ পরিদর্শক জানান,আজ বিকালে তাদের কাছে খবর আসে,পরে তারা টিম নিয়ে পুরো উদ্যানে অভিযানে যায়।
উদ্যানে তন্ময় ছাড়া ও আরও অনেকে নেশা করছিল, তবে পুলিশের উপস্থিতি দেখে তারা দ্রুত পালিয়ে যায়। তবে উদ্যান থেকে আজ বিপুল পরিমান নেশাজাত দ্রব্য উদ্ধার করে।
এ বিষয়ে জানতে চাইলে ঢাবির প্রক্টর বলেন যে,তিনি এ বিষয়ে কিছু জানেন না,তবে খোজ নিয়ে সত্যতা যাচাই করবেন।
তাড়াছা এফ রহমান হলের প্রভোস্ট এর সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি কল রিসিভ করেন নি। তবে এফ রহমান হলের প্রেসিডেন্ট রিয়াজুল ইসলাম বলেন এ বিষয়ে তার কাছে খবর এসেছে,তিনি বিষয়টি খতিয়ে দেখছেন এবং এর পিছনে ও সামনে জড়িতদের বিচারের আশ্বাস দেন।
এই বিষয়ে এফ রহমান হলের ১১০ নং রুমের ছাত্রদের মিশ্র পতিক্রিয়া দেখা যায়।নাম প্রকাশে অনিচ্ছুক এক জন বলেন তন্ময় প্রায়ই রাত করে ফলে ফিরত ও সকালে অনেক বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকত।
এই বিষয়টি সুষ্টু তদন্তের জন্য ১১০ নং রুমের বাসিন্দাদের সমন্বয় করে “ধূমপান ও মাদক নির্মূল কমিটি ” গঠন করা হয়।
কমিটির আহবায়ক জাকির, সভাপতি নকীব এবং সেক্রেটারি করা হয়েছে সম্রাটকে।
তবে কমিটি নিয়ে রয়েছে বিতর্ক, জানা যায় কমিটির সবাই ধূমপানে লিপ্ত।