কবির খাসির মাংস খেয়ে খাম্বামুখো হলো সাকিব! যৌবন শঙ্কিত!

কবি ওয়াকার রহমান সৌরভ সিআর হতে একেকজনের একেকভাবে শখ পূরণ করছেন।পিবিএস ফ্যাকাল্টির শাহনুর সাকিব খাসির মাংস পছন্দ করে বিধায় কবি ওয়াকার তার খাসির বাছুর জবাই করে তার ভূড়ি বুনো করে সাকিবের জন্য পাঠিয়েছেন কিন্তু খাওয়ার আধ ঘন্টা পরে সাকিবের রূপসী মুখ খাম্বা আকৃতির হয়ে গিয়েছে।এবং এর সেলফি নিয়ে সাকিব জাতির কাছে বিচার দিয়েছেন ফাঁসানোর নাম দিয়ে,এর চেয়েও বেশি শঙ্কিত এই বিষয়ে যে কোনো রমণী আর সাকিবকে বিয়ে তো দূরের কথা ডেটও করবে না।
সাকিবের জীবন যৌবনকে এভাবেই ধ্বংস করলো প্রতিশোধ পরায়ণ কবি এই সাকিবের অভিযোগ!
আরো বলেন কবি মনে করেছে সাকিবও সিআর হতে চাই এবং কবির যৌবন থাকতে তা কখনো হতে দিবে না,তাই কবি এমন কাজ করেছে!
অন্য দিকে কবি ওয়াকার এই নিয়ে একটি বিবৃত দিয়েছেন,
“যৌবন আমি আর রাখতে চাই না এই অকৃতজ্ঞ দুনিয়ায়,
করতে গিয়েছি ক্ষুধা উপশম যুবকের ক্ষুধার
হতে হয়েছে যৌবন হত্যার ভাগীদার! ”
কবির দাবী শাহনুর একজন সফটকোর ক্যানডিডেট,সে তার চেহারাতে গরুর ভূড়ি দিয়ে সুপার গ্লু বানিয়ে তা লাগিয়ে এমনটা করে আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত সে,সে বোধহয় ভুলে গিয়েছে এই নাট্যদুনিয়ার আমিই সবচেয়ে বড় নায়ক
আবার আমিই সবচেয়ে বড় খেলোয়াড়!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *