ছোটবেলার অভ্যাসবশত রোজ রাতের মতো গত ২১ জুলাই রাতেও বেরিয়েছিলেন ছাগল চুরি করতে। কিন্তু কথা আছে না, চোরের একদিন, গৃহস্থের একদিন। সেই রাতে এই একদিনের পাল্লায় পরলেন সিরাজগঞ্জের শারমিন সুলতানা বিপাশা। স্থানীয় লোকজন চুরি করতে হাতেনাতে ধরে তাকে গনপিটুনি দিয়ে বেধে রাখে। জানা যায় সে চুরি করতে বের হওয়ার কিছুক্ষন আগেও কাজিনদের সাথে মেসেঞ্জারে হাসি ঠাট্টায় ব্যাস্ত ছিলেন। কিছুক্ষন পর ঘুমের কথা বলে তাদের থেকে বিদায় নেন বিপাশা। এরপর বের হোন চুরি অভিজানে। একটি কাঠাল গাছের সাথে বেধে রাখা হয়েছিলো পুলিশের সাথে সোপর্দ করার আগে।