ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নয়ন দাস এবং লেদার প্রোডাক্টস ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী অনিন্দিতা দে বর্তমানে ক্যাম্পাসে এক বহুল পরিচিত উন্মাদ যুগল! উভয়ের শুভাকাঙ্ক্ষীদের কাছে তারা ”দে-দাস” নামেই অধিক পরিচিত।সম্প্রতি তাদের কোলজুড়ে এক তুকুতুকু শিশু কন্যার ও আগমন ঘটেছে।
সর্বসম্মুখে নিরীহ চুম্বনের ইতিহাস যেমন রয়েছে তেমনি এই যুগলের রয়েছে নিপুণ দক্ষতার সাথে কাটাকাটি, মারামারি, এমনকি একে অপরকে খুন করে জেলে যাওয়ার ইতিহাস।
সাক্ষাৎবিহীন একটি দিনের ভোর,প্রদোষ, পাখির ডাক এসব কিছুই উভয়ের কাছে লাগে পানসে-বিবর্ণ! এমন সম্পর্কে হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা হোক প্রেমের,মায়ার, কড়া হিসাব থাকুক শুধুই ভালোবাসার!