পিবিএস ফ্যাকাল্টির এক গাট্টি সিআরদের নিউজ দেখে নিজের জন্য নিউজ করতে জোর করছে ময়মনসিংহের সিংহী সরি সিংহ মাহমুদ!
তাহলে কি তারও সিআর হতে ইচ্ছে হয়!
তার নাকী নেতা টাইপের নিউজ দরকার আবার তার ছবি ইমরান হাশমী থেকেও বেশি উষ্ণ!
দেখা যাচ্ছে,
২০২২ সালের ২ ফেব্রুয়ারী ডেটের কোনোরকম দিনাতিপাত করা ইমোজির সাথে লেখা আছে তার ছবিতে
“ও আমায় ভালোবাসে নি”
তো ভালো না বাসলে বসে এক পায়ে দাড়িয়ে নিচে তাকিয়েছেন কেন তিনি?”
ওখানে কি ভালোবাসার প্রতিফলন হচ্ছে?
আবার তার পশ্চাৎপাদদেশের পিছনে লিখেছেন ভালো থেকো!
আমাদের নিজস্ব প্রতিবেদক মেহরাজ মুবারক বের করেন ময়মনসিংহের মেয়ে সানজিদা নাকী মাহমুদকে ভালোবাসে নি!
সানজিদা পিবিএস ফ্যাকাল্টির অবস্থা সম্পর্কে অবগত হয়ে জানতে পারেন পিবিএস ফ্যাকাল্টিকেও কেউ ভালোবাসে না,পালাতে চাই এবং এর সম্পূর্ণ দোষ তিনি মাহমুদের উপর ফেলেন!
তার মতে মাহমুদ একজন ভালো শিল্পী,দিনরাত গিটার বাজিয়ে মাতিয়ে রাখেন কিন্তু তিনি ভালো প্রেমিক নন।
তাকে সিআর বানালে ডিপার্টমেন্ট প্রেমশূণ্য হয়ে পড়বে বলেও ভবিষ্যদ্বাণী তাঁর!
এদিকে মাহমুদের দাবী সে সিআর হলে ঠিক গিটারের মতো বাজিয়ে মাতিয়ে রাখবেন ডিপার্টমেন্টকে!