নিজেকে সিঙ্গেল দাবি করতো ছেলেটি। সারাদিন ফ্রেন্ডদের “মুরে কেও লাব করে নো” বলে বলে চিল্লাতো। ফ্রেন্ডরা তাকে প্রেম পুরুষ নামে ডাকতো। এই ছেলে এক সারাফ নামের মেয়েকে সিঙ্গেল দাবি করে পটায় ফেললো। এখন মেয়েটার পিছনে লেগে থেকেও ফ্রেন্ডদের সিঙ্গেল দাবি করে আরো মেয়ে পটানোর আশায়।