প্রত্নতত্ত্ব বিভাগের একমাত্র পরী নিশাত আনান। ক্যাম্পাসে এসেও নিজের পরীত্ব ধামাচাপা দিয়ে রেখেছিলো নিশাত। কিন্তু কোন এক জ্বীনের চোখে ধরা পরার পর নিশাতের পরীত্ব নিয়ে পোস্ট আসে জাবি ক্রাশ কনফেশন পেইজে। এর পর থেকে আবারো নিশাতের পরীত্ব মাথাচাড়া দিয়ে উঠছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো পিঠের দিকে ডানা গজানো শুরু হয়েছে।
এই নিয়ে প্রত্নতত্ত্ব পরিবারের সবাই আনুষ্ঠানিক ভাবে নিশাত আনান কে অভিনন্দন জানিয়েছে। কিন্তু দুঃখের বিষয় হলো গার্লকট অবস্থায় থাকার কারণে কোন মূখ্য উর্ধতন ভাইয়াপু রা অংশগ্রহণ করে নি।