প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মেধাবী শিক্ষার্থীরা তাদের জ্ঞান পিপাসা তৃপ্ত করতে এখানে আসে।আবাসিক হল গুলোর পাশাপাশি বহু অনাবাসিক শিক্ষার্থীও এখানে নিয়মিত ক্লাস করছে।এক্ষেত্রে তারা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাস ব্যবহার করে থাকে।এর সুযোগ নিচ্ছে কতিপয় কুখ্যাত বখাটে।তাদের বিরুদ্ধে অভিযোগ আছে, তারা বাইরে থেকে জানালা দিয়ে প্রতিনিয়ত কোমলমতি নারী শিক্ষার্থীদের উত্তক্ত করে।ঘটনার সত্যতা পাওয়া যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এরিয়ায়।মূল ফটকের সামনে দেখা যায়,দুজন বখাটে বাইরে থেকে বাসের ভেতরে উঁকি ঝুঁকি দিচ্ছে।এ বিষয়ে বাসের শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়,তারা বেশ কয়েকদিন ধরেই এমন আচরণের শিকার হচ্ছে।উক্ত বিশ্ববিদ্যালয়ের DSCR ডিপার্টমেন্টের মেধাবী শিক্ষার্থী সায়মা রহমান বর্না অভিযোগ জানায় বখাটেরা মুলত বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের শিক্ষার্থী। তারা ক্ষমতাশীল দলের রাজনীতির সাথে যুক্ত হওয়ায় কেউ তাদের বিরুদ্ধে রাজি না।
অতপর সকলের দাবি যেন বিশ্ববিদ্যালয় প্রশাসন এর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেয়।