ইদের ছুটিতে বাসায় যাবে,মনে আনন্দ থাকলেও কোনো মতে নিজের মনকে বুঝাতে পারছে না যে ব্যাগে করে কি বই নামক ইট গুলো নিয়ে যাবে কিনা।অবশেষে অনেক দ্বিধাদ্বন্দে ভুগে নিয়েই গেল ইট গুলো। কিন্ত নিয়ে লাভ টা হল কি??নিজে যেভাবে গার্লফ্রেন্ড থেকে ইগনোরেড হয় ঠিক সেভাবে নিজের বই নামক ইট গুলো কে ও ইগনোর করে গেছে যতদিন ছুটিতে ছিল।এইখানেই শেষ না,বাড়ি থেকে ঢাকায় ফেরার সময় নির্লজ্জের মত আবার ইট গুলো কে কাধে করে, ভাড়া দিয়ে, এসির বাতাস খাইয়ে নিয়ে এসেছে ক্যাম্পাসে।