সালমান নামের একটি ছেলের সাথে প্রায় ৪ বছরের প্রেমের সম্পর্ক। একই এলাকায় বাড়ি এমনকি একই কলেজে পড়াশোনা করে।কিন্তু হঠাৎ করে তার(দোলা) বয়ফ্রেন্ডের তার মামাতো বোনের সাথে বিয়ে হয়ে যায়।ছেলেটার মায়ের ইচ্ছার দাম দিতে গিয়ে তার মামাতো বোনেকে লুকিয়ে বিয়ে করে ফেলে।এক দিকে মামাতো বোনের সাথে সংসার অন্য দিকে দোলার সাথে প্রেমের সম্পর্কও রাখে। দোলা প্রথম দিকে কিছু বোঝে নাহ কিন্তু পরে ঝগড়া বেশি হয়, সময় কম দেয়। কোনো এক মাধ্যেমে জানতে পারে তার বয়ফ্রেন্ডের বিয়ের খবর। এই কষ্ট।সহ্য করতে না পেরে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে।ডাক্তারের সাথে কথা বলে জানা যায় যে অতিরিক্ত কষ্ট পাওয়ার জন্য এই অবস্থা হয়েছে এবং তাকে ৩ বছর হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিতে হবে।
সেই সকল ছেলে ও মেয়ের কাছে আমার বিনীত অনুরোধ যে তোমারা প্রেম করো কিন্তু এই ভাবে কেউ কাউকে ধোকা দিও নাহ।এই ভাবে আর ফুটন্ত গোলাপ ঝরে যেতে দিও নাহ। আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্মকে থামিয়ে দিও নাহ। প্রেম করা অন্যায় না,দোষের না।প্রেমের নামে ধোকা দেয়াটা দোষ, অন্যায়।এই অন্যায় রোধ করতে হবে।