ভিসির গরু চুরি করে গরুর মার খেয়ে 69”র নির্বাণ!

সম্প্রতি শ্বশুর বাড়ি যশোরে ইদ করতে গিয়েছেন ভিসি সেলিম,সেখানে তিনি সিক্সটি নাইনের মিডিয়ায় একটি গরু কিনেন কিন্তু বাসায় আনার সাথে সাথে গরুটি খুব বেশি পাগলামি শুরু করে।বলা হচ্ছে সিক্সটি নাইন গরুটি চুরি করার সুবিধার্থে গরুটিকে শান্ত হওয়ার হারবাল ঔষধ খাওয়ায় কিন্তু ভুলে তা উল্টো কাজ করে বসে।
এদিকে ভিসি সেলিমের হাত থেকে গরু পালানো মগের মুল্লুক না।ভিসি এক হাতেই পাগল গরুটিকে সামলে নেয়।রাতে সিক্সটি নাইন হিজড়ার বেশ ধরে গরু দেখতে আসার নাম করে গরু চুরি করার জন্য দড়ি খোলে সাথে সাথে সিক্সটি নাইনকে নিয়ে দৌড় দেয় গরুটি।মাঝে বিপর্যস্ত হয়ে শাড়ীটি খুলে গিয়ে অর্ধনগ্ন হয়ে পড়ে সিক্সটি নাইন,নিজেকে মোটা দেখাতে যে বেলুনগুলো ব্যবহার করে তাও আকাশে পাড়ি জমায়।
একটি পর্যায়ে সিক্সটি নাইন গরুটির মাথায় আঘাত করে থামায়,সামনে হঠাৎ ভিসি সেলিম চলে আসে গাড়ি নিয়ে।হিজরাদের সাথে আলোচনা করতে তিনি অনেক পছন্দ করেন কিন্তু একি যেন তামিল মুভি কঙ্গনা ১,২,৩ এর ওই নায়কটি যেকিনা ভুতের ভয়ে তার চিকনা বউয়ের কোলে উঠে যেত!
তা ভেবে ভিসি সেলিম তাকে নিয়ে এসে বসান পাশে হুট করে কঙ্গনার সেই ভুত সিক্সটি নাইনকে ওই নায়ক ভেবে গরুতে চড়ে বসে এবং হুট করে এসে আঘাত করে সিক্সটি নাইনকে,ভিসির পাশেই মৃত্যু হয় তাঁর।
মৃত্যুকালে তার বয়স হয়েছে ২২বছর,
এদিকে তার বন্ধু পিবিএস ফ্যাকাল্টির সোহাগ মন্ডলের ভাষ্য সিক্সটি নাইন অনেকদিন যাবৎ তৃষ্ণার্থ,তার অনেক কিছু পাওয়ার আশা,এমনকি সিআরশীপও।
কিন্তু হয়ত তিনি বুদ্ধের দর্শনে দর্শিত হয়ে কামতৃষ্ণা,পদতৃষ্ণা,ক্ষমতার তৃষ্ণা হতে মুক্তি লাভের জন্য পুনর্জন্ম ঠেকাতে এই সিস্টেমে নির্বাণ লাভ করেছেন।
তিঁনিই হয়ত পূর্বজগতের ভগবান বুদ্ধ দীপঙ্কর!
খবর মাহফুজুর আপনের!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *