পিবিএস ফ্যাকাল্টির সিআর হতে চাওয়া জামিলুর প্রান্ত সদ্য বিয়ে করা চিত্রনায়িকা পূর্ণিমার সাথে বিয়ে করে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন,
“শেষ পর্যন্ত আমি জিতেই গেলাম”
এখানে কোন জিতকে তিনি বুঝিয়েছেন তা বোঝা মুশকিল!
রাতারাতি কীভাবে তিনি পূর্ণিমাকে জয় করলে এ ব্যাপারে আমাদের নিজস্ব প্রতিবেদক তাজনুবা মিম প্রশ্ন করলে তিনি বলেন,
কীভাবে আমি এই চাঁদমুখো বউ পেলাম সেটি আমার গোপন বিষয়, সেটি বলা যাবে কিন্তু আমি সবাইকে বলে দিতে চাই আমার খারাপ সময়ে তোমরা আমাকে অনেক জ্বালিয়েছো কিন্তু এখন আমার সুখের দিন এসে গিয়েছে। এই থুক্কু সিআর পদ আমার আর চাইনা,আমার এখন শুধু শান্তি আর শান্তি!
তাজনুবা মিম আবার জিজ্ঞেস করলেন,
“পূর্ণিমার আগে একবার বিয়ে হয়েছে কিন্তু আপনি তো ব্র্যান্ড নিউ।কীভাবে মানিয়ে নিবেন?
প্রান্ত সাহেব তখন উত্তর দেন,
ইন্জিন পুরোনো হলেও গাড়ির অবয়ব গড়ন নতুনই আছে!
আর আমি আপনাকে সময় দিতে চাই না,আমি বাসায় বউ রেখে এসেছি।আপনি এবার আসুন!