সংগীত বিভাগের ৮ম আবর্তন প্রীতি।পুরান ঢাকাতেই তার বেড়ে উঠা। অনেকটা দুর্বিসহ পথ পাড়ি দিয়ে পেয়েছেন সাফল্যের দেখা। জায়গা করে নিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সেই সাথে জায়গা করে নিয়েছেন ক্যাম্পাসের সবার মনে।সবার প্রিয় মুখ প্রীতি।
কেউ চাচ্ছেন তার বন্ধুত্ব কেউবা ভালোবাসা। প্রীতি তার স্নিগ্ধতা ও গান দিয়ে জয় করেছেন অনেকের মন।এত কম সময়ে সবার মনে জায়গা করে নেয়াটা নজড় কেড়েছে অনেকের