সাহায্যের হাত বাড়িয়ে এগিয়ে আসুন দুস্থ অসহায় সাফকাতের জন্যে

নিজস্ব প্রতিবেদকঃ জায়েদ ইবনে রেজা

শাবিপ্রবি সিলেটের বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ২২তম ব্যাচের স্থানীয় ছাত্র ফজলুল করিম সাফকাতকে সাভাবিক ভারসাম্যের সমর্থে আংশিক সময় দেখা গেলেও তার কার্যকলাপে তা মানতে নাকোচ তার সহপাঠিবৃন্দ। সাম্প্রতিককালে তাকে দ্রুত এক্সপোজারের আশায় নিজের পোস্টে নিজেকেই ব্যাপৃত থাকতে দেখা যায় যা আৎম আবেশের লক্ষন বলে বিবচনায় আসে । তার এই মানসিক সাস্থ বিক্রিত হউয়ার পিছনে কোনো যুক্তি যুক্ত কারন খুজে পাওয়া যায় নি। গোপন সুত্র থেকে জানা যায় সে মেয়ে হবার আকাঙ্খায় অতিরিক্ত চুল রাখায় বছর জুড়ে প্রতিজ্ঞাবদ্ধ থাকলেও সাম্প্রতিক সময়ে তা বিক্রয় করার প্রস্তাব দিচ্ছেন অতিরিক্ত অর্থ পুজির আশায়। তার বর্তমান অবস্থার কথা বিবেচনায় রেখে তাকে অবিক্ষনের আওতায় না ফেলে সাহায্যের হাত এগিয়ে দিতে ২২তম ব্যাচের শ্রেনি প্রতিনিধির সাথে যোগাযোগ করার জন্য অনুপ্রানিত করা হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *