আসন্ন পিবিএস ফ্যাকাল্টির সিআর ইলেকশনে দাড়িয়ে সিআর হতে চাই আসিফ এবং তানিয়া!
আসিফ আলীকে জিজ্ঞেস করা হলে তার প্রস্তুতি সম্পর্কে তিনি উত্তর দেন আমার কোনো প্রস্তুতির দরকার নেই,আমার প্রস্তুতি আমার হাসি আমার চন্দ্রদীপ্ত আভা!
যে মেয়ে একবার আমি হাসি দেখেছে,সে-ই আমার জন্য দিওয়ানা হয়ে গিয়েছি,তাই এখন হতে আমি আর হাসছি না একেবারে ইলেকশনের দিন হাসি দিয়ে উড়িয়ে দিব সব অযোগ্যের দলকে!
অন্যদিকে প্রস্তুতির ঠিক নেই তানিয়া স্বপ্ন দেখছে সিআর হয়ে মাইকে সবাইকে গান শোনাবে আবার তা ফেসবুকে দিয়ে লাইক কমেন্ট শেয়ার পাবে আবার রিএক্টও।
তানিয়ার নাকী ভাইরাল হতে খুব ভালো লাগে!
আসিফ আলী এবং তানিয়া জুটি হয়ে কাজ করছেন কারণ আসিফ আলীর নাকী আবার জুটি হতে খুব ভালো লাগে!
প্রতিবেদক নুরুল আমীন!